চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ছাত্র সংসদের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে এ’সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিটি কলেজের তবারক চত্বরে শিক্ষার্থী সমাবেশ ও পরে মিছিল তবারক চত্বর থেকে শুরু করে কলেজের বিভিন্ন একাডেমিক ভবন পরিদর্শন করে মিছিলটি পুনরায় তবারক চত্বরে এসে সমবেত হয়।
মিছিল পরবর্তী ছাত্রলীগের ছাত্র সংসদের নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং ফি”লি”স্তি’নে চলমান অমানবিক কর্মকাণ্ড ও নারী পুরুষ এবং শিশুসহ সকলের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃন্য ঘটনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে অনতিবিলম্বে ফি”লি’স্তি’নকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে কঠোর অবস্থানে থাকবে বলে ঘোষণা দেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক আশীষ সরকার নয়ন,সঞ্চালনা করেন ছাত্রসংসদের ভিপি মোহাম্মদ তাসিন,কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আকবর খান,সাইফুল ইসলাম,আব্দুল্লাহ,অংকন শীল,ছাত্রসংসদের বক্তৃতা ও বিতর্ক সম্পাদক মোহাম্মদ শাখিল হোসাইন,ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক সোহরাব হোসেন সাকিব,সংসদের ছাত্রী মিলনায়তন সম্পাদিকা সিন্থি মনি সহ কলেজ ছাত্রলীগের সদস্য অভি মিত্র রাজ,সায়েদ ইব্রান নাসিফ সহ বিভিন্ন স্থরের ছাত্রনেতা। প্রেস বিজ্ঞপ্তি।
দৈ.বা/আকাশ/২৪