চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে মো. তাহমিদ মুনতাসির চৌধুরী (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার( ১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ নগরীর খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকার মৃত এরশাদ হোসেনের পুত্র।
সে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, দুপুরে তাহসিন ও আকিল নামের দুই বন্ধুকে নিয়ে সহস্রধারা ঝরনায় ঘুরতে আসেন স্কুল ছাত্র তাহমিদ। বিকেলে তিন বন্ধু মিলে ঝরনার পানিতে সাঁতার কাটতে নামেন একপর্যায়ে তাহসিন ও আকিল সাঁতরে উঠে গেলেও ঝরনার জলপ্রপাতের মাঝামাঝি স্থানে গিয়ে তাহমিদ ডুবে যায়।
এ ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ ছুটে যান। তাদের পাশাপাশি খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর ঝরনার পানিতে ডুবে যাওয়া ঐ ছাত্রের মরদেহটি উদ্ধার করে।
সংবাদটির পাঠক সংখ্যা : 140