ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে এক অভিযানে কিশোর গ্যাংয়ের ৪জন সদস্যকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে – গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও। এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উশৃংঙ্খল আচরণ এবং বিভিন্ন উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়।

মোঃ আশরাফ (১৮), মোঃ তাজিম উদ্দিন (১৮), মোঃ মোশারফ উদ্দিন (১৮), মোঃ রিফাত (১৮) কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এ ব্যাপারে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন- উপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email