ইফতারের দাওয়াতে গিয়ে প্রা’ণ গেল হাফেজের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাটে সিএনজি (অটোরিকশা) এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফেজ মো: শাকিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

হাফেজ শাকিল

রবিবার (৭ এপ্রিল) দুপুরে এঘটনা ঘটে। নিহত যুবক ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি ভোলা জেলায় হলেও স্ব-পরিবারে তারা চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় বসবাস করতো বলে জানা গেছে। তার বাবা মো: নাসির উদ্দিন একজন কৃষক।

জানা গেছে, ঈদে মাদ্রাসা ছুটি হয়ে গেলে ঈদের লম্বা ছুটিতে বাড়ি যাওয়ার পূর্বে বন্ধুর ইফতারের দাওয়াতে যাচ্ছিল হাফেজ মো: শাকিল। কিন্তু সে দাওয়াতই কাল হয়ে দাঁড়াল তার জন্য। একদিন পর যেখানে বাড়ি যাওয়ার কথা সেখানে একদিন পূর্বেই চলে গেল পরপারে।

এদিকে এ ঘটনা আহত হয়েছেন আরো ৩জন। আহতরা হলেন- শিশু রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো: ইউসুফ (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইয়াকুব বলেন- নিহত শাকিল অত্যন্ত ভাল ছেলে ছিল। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাই বাড়ি যাওয়ায় পূর্বে কাজিরহাটে তার বন্ধুদের সাথে ইফতারের দাওয়ায়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তার পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে যাবে।

আব্দুল আজিজ বলেন- নিহত শাকিল আমাদের বাসার গৃহশিক্ষক ছিলো। সে অত্যন্ত মেধাবী আর ভালো ছেলে ছিল। গতকাল (শনিবার) বাসায় পড়িয়ে আসার সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বলে মাদ্রাসা বন্ধ দিয়েছে সে বাড়ি যাবে।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান বলেন- লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email