চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকালেউপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আরশি পিউনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- সুজন দত্ত, অজিত দত্ত, দুলাল দত্ত, রতন সিকদার, বিকাশ দত্ত। নগদ টাকা, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবুও ৫টি সেমিপাকা ও কাঁচা ৫টি বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, ক্ষতি আনুমানিক ৩ লাখ।
সংবাদটির পাঠক সংখ্যা : 182