সোনালী ব্যাংক বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পাহাড়ে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। পরে রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতে নেজাম উদ্দিনকে তার বড় বোন এবং স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়।
র্যাব জানিয়েছে, সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। যদিও সমঝোতাটা কী সেই বিষয়ে নিশ্চিত করে বলেননি র্যাব কর্মকর্তারা।
এদিকে শুক্রবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নেজাম উদ্দীনকে জীবিত উদ্ধারে হার্ড লাইনে যায়নি তারা। তবে এখন সাঁড়াশি অভিযান চালানো হবে বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে।
র্যাব জানায়, সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলে কোনো ছাড় দেবেন না তারা যেকোনো মূল্যে এসব স্ব সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী নির্মূল করা হবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 208