সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল ও এ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে মো. মিরাজ (২৩) ও মো. ফারুক (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলাধীন নুর আলী মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উখারা এলাকার বাসিন্দা মো. এনামের একমাত্র ছেলে। অপরজন মো. ফারুক ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর গ্রামের নজির আলী বাড়ীর বাসিন্দা।

জানা গেছে, হাটহাজারী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে ইফতার করে ফটিকছড়ি ফেরার পথে নুর আলী মিয়া হাট এলাকায় আসলে বিপরিত দিক থেকে দ্রুতগতিতে আসা এম্বুল্যান্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের।

পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email