ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারায় পুকুরে ডুবে মোঃ আব্দুল্লাহ আরফাত (সাড়ে তিন বছর) ও মোঃ আব্দুল্লাহ আল আমিন (আড়াই বছর) নামের ২শিশুর মৃত্যু হয়েছে।ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ২নং দাতঁমারা ইউপি পশ্চিম বেতুয়া গ্রামে এই দূর্ঘটনার ঘটে।

মঙ্গলবার (২রা এপ্রিল) এঘটনা ঘটে। আব্দুল্লাহ আরফাত ঐ গ্রামের মুন্সি মুহাম্মদ ইয়াছিনের ছেলে আর আব্দুল্লাহ আল আমিন একই এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে তারা আপন চাচাতো জেঠাতো ভাই।

দাতঁমারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম বলেন, দুপুরের দিকে দুইভাই বাড়ির পাশে তাদের নিজ পুকুরের পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার সময় একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়

শিশু দুটিকে কোথাও দেখতে পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। প্রায় ঘন্টা খানেক পর পুকুরে তাদের ভাসতে দেখে। পুকুর থেকে উদ্ধার করে স্হায়ী চিকিৎসক নিকট নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান বলেন এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। দূর্ঘটনাটি খুবই হৃদয় বিধারক। অবুঝ ২শিশুর মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমে এসেছে। তিনি সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email