চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকা থেকে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১লা এপ্রিল) ফলমন্ডির ১নম্বর রোডের মাথায় ডাসবিন থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী ওসি ওবায়েদুল হক বলেন, ফলমন্ডি এলাকায় বস্তাবন্দী লাশ পড়ে থাকার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। শিশুটির বয়স আনুমানিক ৫/৬ বছর হবে।
লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় মেলেনি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 198