কাজির দেউরিতে শিশুদের ঈদবস্ত্র দিল মায়াফুল

চট্টগ্রামের কাজির দেউরিতে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মায়াফুল।

রোববার (৩১ মার্চ) বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা তুলে দেন মায়াফুলের স্বেচ্ছাসেবীরা।
এরআগে প্রথম রমজান থেকে শুরু হয় মায়াফুল ঈদবস্ত্র বিতরণ উৎসব ২০২৪। নগরীর ফয়েজ লেকে দেড় শতাধিক শিশুদের ঈদের নতুন জামা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন  করেন মায়াফুলের সভাপতি বশির আহমেদ ।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ.ফ.ম ফজলে রাব্বী চৌধুরী, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল-মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল জসিম উদ্দিন, প্রিন্সিপাল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল- জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল ফিরোজ আহমেদ, চট্টগ্রাম ইম্পেরিয়াল নার্সিং কলেজের কলেজ সেক্রেটারি মোঃ মামুন উদ্দিন সহ মায়াফুলের সিনিয়র সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

এরপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও দুই শতাধিক শিশুদের ঈদের জামা বিতরণ করা হয় নগরীর চকবাজার ও কুয়াইশে। কাজির দেউরির চতুর্থ দফা বিতরণ সম্পন্ন করে পঞ্চম দফায় বিতরণ হবে নগরীর আগ্রাবাদে আর এভাবেই মাসব্যাপী হাজার শিশুর মুখে হাসি ফোটাবে মায়াফুল।

সমাজের সকল শ্রেণীরপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে মায়াফুলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ বলেন, প্রতিবছরের মত আমাদের এবারেরও টার্গেট একহাজার শিশুর মুখে হাসি ফোটানো। আমাদের এই কার্যক্রম চলবে ২৭ রমজান পর্যন্ত।

ফান্ড সংগ্রহ নিয়ে তিনি জানান, ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে আর তাতেই আহ্বান জানিয়ে করা হয় পোস্ট। আগ্রহীরা সাড়া দেয় তাতে আর সেই সংগৃহীত অর্থ দিয়েই চলে মায়াফুলের ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email