চট্টগ্রামে নগরীতে মোঃ সুমন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
রবিবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে বাকলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, দায়রা মামলায় ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 228