চট্টগ্রামে তরমুজের মূল্য তালিকা না রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে তরমুজের মূল্য তালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৮ মার্চ) নগরীর কাপ্তাই রাস্তার মাথার কামাল বাজারের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।

তিনি বলেন, মূল্য তালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তরমুজের দাম নিয়ে কারসাজি শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। রমজান উপলক্ষ্যে তরমুজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর তাকে পুঁজি করে অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়ার অপচেষ্টা লিপ্ত আছেন অনেকে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email