হাটহাজারীতে জিপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

আকাশ দে,চট্টগ্রাম:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জিপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হন।নিহতের নাম দীপক মিত্র (৬৫)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী-ফটিকছড়ি সড়কের মনিয়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এতে সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানিয়েছেন,সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া দীপক মিত্র নামে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email