নুরুল আবছার নূরী:
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার গভীর রাত থেকে উপজেলার একাধিক ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার( ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত চলা এ অভিযানে টিলা ও ফসলি জমির টপসয়েল কাাটার কাজে জড়িত থাকায় ৩ টি এস্কেভেটর ও মাটি বহনে নিয়োজিত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
এর মধ্যে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল বহন কাজে জড়িত থাকায় ২ টি ড্রাম ট্রাক, ভুজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুরে সংরক্ষিত বনে পাহাড় কাটায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এছাড়াও ৩নং নারায়ণহাট ইউনিয়নের হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় বাগান কর্তৃপক্ষের ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করার পাশাপাশি ১নয়মং বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে স্থানীয় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন। জানতে চাইলে বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী দৈনিক বায়েজিদকে বলেন কেউ আইনের উর্ধ্বে নয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।