গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি’র সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কর্মকর্তাদের সৌজন্যে স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁও পেনভিক ক্যাম্পাসে বল রুমে সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লায়ন জানে আলম, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, সংগঠক বিপ্লব চৌধুরী কাঞ্চন, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমূখ।
স্বাক্ষাত শেষে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের প্রকাশিত প্রসফেক্টর, জীবনী শরীফ, বেলায়তে মোতলেকা, মাইজভাণ্ডার শরীফ পরিচিতি, তৌহিদে আদিয়্যান, হযরত কেবলা কাবার জীবনী শরীফ এবং লেখক লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ মাননীয় মন্ত্রীর হাতে প্রদান করা হয়। এসময় মন্ত্রী বলেন, মানবতার বাতিঘর হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর মানবকল্যাণমুখী কাজগুলো প্রশংসানীয়।