তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান জে এন্ড জেড ফ্যাশন লিমিটেড এর বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর আতুরার ডিপোর হাটহাজারী টু মুরাদপুর সড়ক অবরোধ বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এসময় সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তির শিকার হতে হয়েছে ঐ সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের।
আন্দোলনরত পোশাক শ্রমিকরা জানায়, এক মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান করছেন তারা।পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা আন্দোলন স্থগিত করলেও তাদের দাবীপূরন না হলে ফের আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেয়।
সংবাদটির পাঠক সংখ্যা : 193