উপমহাদেশে ইসলামের অন্যতম প্রচারক,আতায়ে রাসুল(দ.), সুলতানুল হিন্দ,হজরত খাজা মঈনুদ্দিন চিশতী সানজারী (ক.)’র স্মরণে ওরসে গরীব নাওয়াজ মাহফিল ও গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৮তম ১০ই মাঘ ২৪ শে জানুয়ারি ওরশ শরীফের প্রস্তুতি সভা, অছিয়ে গাউসুল আজম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র ২রা মাঘ ওরশ শরীফ, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী হাধুরখীল আঞ্চলিক শাখার আয়োজনে হাধুরখীল (বাদামতল) সৈয়দ বাড়ীস্থ খাজা ভিলায় ২রা মাঘ ১৬ জানুয়ারি মঙ্গলবার বা’দ আসর থেকে অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন হাধুরখীল আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন (ম.)। বা’দ আসর থেকে খতমে কুরআন, খতমে খাজেগান, বা’দ মাগরিব আলোচনা করেন মাওলানা হাফেজ মুসা কাদেরী, মাওলানা সৈয়দ রেজাউল হক কাদেরী,মাওলানা ইউসুফ মাইজভাণ্ডারী, মাওলানা জাকের হোসাইন মাইজভাণ্ডারীসহ প্রমুখ এতে কেন্দ্রীয় জেলা ও বিভিন্ন শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।