দাদ্বশ সংসদ নির্বাচন চট্টগ্রাম -২ফটিকছড়ি বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামিলীগ দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) প্রতিক। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১০০০৩৭০(এক লাখ তিন শত সত্তর ভোট, তার নিকটতম প্রতিদ্বন্তি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব( তরমুজ) প্রতিক তিনি পেয়েছেন ৩৬৫৮৭(ছয়ত্রিশ হাজার, পাঁচ শত সাতাশি)।
৩৩৭৮৩ ভোট বেশি পেয়ে খাদিজাতুল আনোয়ার সনি বেসরকারি ভাবে সাংসদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে দীর্ঘ ১৫বছর পর ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগ এর দলীয় প্রার্থী পেয়েছে।
২০১৪ সালে ও দলীয় প্রার্থী হিসাবে খাদিজাতুল আনোয়ার সনিকে নৌকার প্রতিক দিয়েছিল।জোটের কারণে তাকে বাদ দিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারিকে দিয়ে ছিল, ২০১৮ সালে ও জোটের কারণে দলীয় প্রার্থীকে নাদিয়ে আবারও নজিবুল বশর মাইজভান্ডারিকে দিয়ে ছিল।
এই বার নিজ দলের প্রার্থী জয়ী করার জন্য বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচন মাঠে কাজ করছিল তৃনমূল নেতাকর্মীরা তাই বিজয়ের হাসি হাসল সনি।