মীরসরাইয়ে বিএনপির ১০ নেতাকর্মী গ্রে’ফতার

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়কসহ ১০ জনকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ

বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় উপজেলা বিএনপি আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নিয়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ করে।

পরে লিফলেট বিতরণ শেষে চট্টগ্রামে যাওয়ার সময় তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন, মঘাদিয়া যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, বিএনপি নেতা অলি আহম্মেদ, যুবদল নেতা দিনাজ, জেলা ছাত্রদলেরর সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জাহেদ, মাঈন উদ্দিন টিপু, ১৫নং ওয়াহেদ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরীফ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাহেদ খান ও রিয়াজ মাহমুদ।

মীরসরাই থানার ওসি সাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচন প্রতিহতের লক্ষ্যে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের গ্রেফতার করার হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email