আমি সেবাকে ইবাদত হিসাবে নিয়েছি- স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব

চট্টগ্রাম -২ফটিকছড়ি আসনে সংসদ সদস্য প্রার্থী (স্বতন্ত্র) এইচ এম আবু তৈয়ব’র সমর্থনে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পাঁচ পুকুরিয়া নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ডিসেম্বর) উপজেলার কাজিরখিল,সৈয়্যদের দোকান (ছৈদ্দের দোকান) একখুলিয়া,পশ্চিম সুন্দরপুর, আজিমপুর,আদর্শ বাজার, পূর্ব নয়াহাট বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া,দিদারুল বশর চৌধুরী দুদু, জোবাইদা সুলতানা রেখা,মহিউদ্দিন,চেয়ারম্যান শোয়াইব আল ছালেহী,ডাঃ সোলাইমান,জনি চৌধুরী,প্রমুখ
এসময় আবু তৈয়ব বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব। আমি খেলোয়াড়, মাঠে খেলতে নেমেছি খেলে যাব।আমি আপনাদের সাথে ছিলাম,আছি, থাকব।উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সীমিত বরাদ্দ দিয়ে কাজ করেছি কারণ চেয়ারম্যান হিসেবে আমাকে কাজ করার জন্য এমপি থেকে চেয়ে নিতে হত। এমপি হলে আমি নিজে কাজ করতে পারব।

তিনি আরো বলেন, আমি সেবাকে ইবাদত হিসাবে নিয়েছি। একটি কবিতার পঙক্তি উল্লেখ করে বলেন “এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি আমার জীবনকে এভাবেই সাজাতে চায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email