নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেব- অধ্যক্ষ জুবাইর

মোঃ উজ্জ্বল:

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব  চট্টগ্রাম-১০ ও ১১ আসনের প্রার্থী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- উন্নয়নের প্রধানতম শর্ত হচ্ছে কর্মসংস্থান। যেজন্য এলাকায় শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা আবশ্যক। তাই নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে  বেকারত্ব দূরীকরণে বলিষ্ঠ  পদক্ষেপ নেয়া হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ ও ১১ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ২টা থেকে চট্টগ্রাম- ১০ আসনের ২৬ ও ১৪ নং ওয়ার্ডে  গণসংযোগকালে এসব মন্তব্য করেন।

এসময় তাঁর সাথে ছিলেন এইচ এম মুজিবুল হক শাকুর, ইলিয়াস খান ইমু, শাহজাদা মঈনুদ্দিন সাঞ্জেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরি, মাওলানা সাদেকুর রহমান আলকাদেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা রেজাউল মোস্তফা তানভীর আজহারি, হাফেজ মুহাম্মদ হেলাল, মুহাম্মদ আল আমিন, আরজু আশরাফি, এরশাদ অপু, আব্দুল্লাহ আল মামুন, ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ আজিজ ও হাফেজ মাসুদ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email