ফিরে আসি হতাশায়
শেখ শোভন আহমেদ
মায়াবী তুমিতে এলোমেলো হয়ে যায়
তোমার নূপুরের ছন্দ মাখা সুরে
উল্লাসিত মন হারায়,
ইচ্ছেরা উড়ন্ত ঘুড়ি, তোমার হাতে লাটাই ভালোবাসার প্রিয় গাঙ্গে প্রেমের তরী ভাসাই। তোমার চোখে রেখে চোখ থাকি নির্ভার
তোমার কেশের সুবাসে মাতাল আমি মুগ্ধ বারবার, আমিতো ছিলাম ছিন্ন ছাড়া পথিক যাযাবর
হয়ে গেলাম স্থিতু পরিপাটি ছোঁয়ায় তোমার।
তুমি শুধরে দেবে ভেবে আমি উদাসীন
তুমি টানবে সুতো তাইতো আমি ভাবনাহীন।
রাত্রি শেষে জোৎস্না মাখা রাত ফিরে যায় কুলায় তাইতো, স্বপ্ন শেষে বাস্তবতায় আমি ফিরে আসি হতাশায়।
সংবাদটির পাঠক সংখ্যা : 398