ফটিকছড়ি থেকে নুরুল আবছার নূরী :
ফটিকছড়িতে অবৈধ বালুমহালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ডিসেম্বর) উপজেলার ধর্মপুরের সত্ত্বা খালের হচছার ঘাট নামক স্থানে সকাল এগারোটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে খালের প্রান্তে বালু তোলার কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন চাঁদের(জিপ) গাড়ি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রতন কুমার নাথ(৬২) কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তমাল কান্তি দাস (২৩)কে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে আনসার ভিডিপি সহায়তায় দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি), এটিএম কামরুল ইসলাম।
সংবাদটির পাঠক সংখ্যা : 279