খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৭৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ গত ২৭অগ্রহায়ন ১২ডিসেম্বর ২০২২ইং রোজ সোমবার ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ শরীফে কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।
সংবাদটির পাঠক সংখ্যা : 345