বুধবার, ৭ মে ২০২৫

১৬ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অলি আহমদ

বিএনপি ছাড়ার পর এই প্রথম রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে অলি আহমদ ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শন করেন।

অলি আহমদ বিএনপি কার্যালয় পরিদর্শনের সময় তার সঙ্গে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাকসহ এলডিপির অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নজরুল ইসলাম খান, এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি অফিসের সার্বিক অবস্থা দেখে, গত ৭ ডিসেম্বর পুলিশি অভিযানের সমালোচনা করে অলি আহমদ বলেন, বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই করতে হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার উপস্থিতিতে ২০ দলীয় জোটের এক সমাবেশে গেলেও ভেতরে প্রবেশ করেননি তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email