বায়েজিদ অনলাইন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। কুমিরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ফায়ার ফাইটার রিয়াদ সময়ের আলোকে বলেন, ‘বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এটা ছোট একটা আগুন। গতবারের মতো ভয়াবহ আগুন আগুন না।
উল্লেখ্য, চলতি বছর বিএম ডিপোতে এর আগে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ জুনের অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না হলেও গত ৪ জুন রাতে কনটেইনার ডিপোতে লাগা আগুনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।