বায়েজিদ অনলাইন
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন বাকলিয়া থানা সংসদের সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর মেরন সান স্কুলের হলরুমে গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বাগীশিক বাকলিয়া থানা সংসদের সভাপতি তুষার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাগীশিক বাকলিয়া থানা সংসদের প্রধান উপদেষ্টা শিক্ষক দিলীপ কুমার দেওয়ানজী। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ। উদ্বোধক ছিলেন বাগীশিক মহানগর সংসদের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিক। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. অর্পূব ধর। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশীষ কুমার পাঠক, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. বিবরণ দাশ, পন্ডিত রাজ কুমার আচার্য্য, বাগীশিক বাকলিয়া থানা সংসদের উপদেষ্টা তুষার চৌধুরী, আশীষ মজুমদার, কাজল কান্তি নাথ, রুনু মজুমদার দাশ, চকবাজার থানা সংসদের উপদেষ্টা ডা. স্বপন চৌধুরী, উত্তম চক্রবর্তী, অর্থ সম্পাদক উত্তম বিশাংগ্রী, চান্দগাঁও থানা সংসদের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২য় অধিবেশন বাগীশিক মহানগর সভাপতি প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অর্পূব ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে তুষার মজুমদারকে সভাপতি ও ডা. অনিমা পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা করা।