ইতিহাস সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে : ড. প্রকাশ চৌধুরী

বায়েজিদ অনলাইন

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, তরুণ ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য ইতিহাস সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। ইতিহাসের প্রয়োজনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ এখন সময়ের দাবি। নুতন প্রজন্মকে বিপ্লবীদের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান এবং প্রীতিলতা ট্রাস্টের চলমান সাংস্কৃতিক কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন। তিনি গতকাল ১২ ডিসেম্বর বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বিজয় দিবসের উচ্ছ্বাসে তারুণ্যের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির প্রয়াসে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রীতিলতা গণসাংস্কৃতিক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। ট্রাস্টের আজীবন সদস্য প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, ট্রাস্টি রঘুনাথ চক্রবর্তী, ট্রাস্টি কৃষ্ণা চক্রবর্তী, ট্রাস্টি মো. আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রীতিলতা সাংস্কৃতিক জোট, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমী, পটিয়া শিল্পী কল্যাণ পরিষদ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে আগত সকল সাংস্কৃতিক সংগঠনকে প্রীতিলতা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email