মোঃ শহীদুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
দৈনিক আজকের পত্রিকা বান্দরবান জেলা প্রতিনিধি বদরুল মাসুদ ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৫০ বছর।
১০ই ডিসেম্বর (শনিবার) রাত ৯.৩০ এর দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়।
পারীবারিক সুত্রে জানানো হয়,নিজের বাসায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন ।
উল্লেখ্য জেষ্ঠ্য সাংবাদিক বদরুল মাসুদ দৈনিক আজকের পত্রিকা বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও তিনি দৈনিক সমকাল,সংবাদ,দৈনিক সাঙ্গু, দৈনিক মৈত্রীতে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন,তার অকাল মৃত্যুতে বান্দরবানের কর্মরত সাংবাদিক সমাজের মাঝে গভীর শোক নেমে এসেছে।
১১ই ডিসেম্বর (রবিবার) বাদ জোহর বান্দরবান কেন্দ্রীয় ঈদ গা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 231