শুদ্ধ সংস্কৃতিচর্চা ও সত্যিকার  ইতিহাস সবার কাছে তুলে ধরতে পারলেই জাতির সামগ্রিক উন্নতি ত্বরান্বিত করা সম্ভবঃ- এ.টি.এম পেয়ারুল ইসলাম 

নারী নেতৃত্বের অগ্রদূত অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর  জীবন দর্শন সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, উপমহাদেশসহ সারা বিশ্বের অন্যতম প্রতিবাদী নারী কন্ঠস্বর প্রীতিলতা একটি  অকুতোভয় নাম।
তিনি আরো বলেন, শুদ্ধ সংস্কৃতিচর্চা ও সত্যিকার  ইতিহাস সবার কাছে তুলে ধরতে পারলেই জাতির সামগ্রিক উন্নতি ত্বরান্বিত করা সম্ভব।  পাশাপাশি সংস্কৃতি চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি ও ক্ষেত্র প্রসারিত করা খুবই দরকার।
গত শনিবার  সন্ধ্যায় পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে তারুণ্যের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির প্রয়াসে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম এসব কথা বলেন তিনি।
বীরকন্যা প্রীতিলতা গণসাংস্কৃতিক মঞ্চে আয়োজিত ২য় দিনের অনুষ্ঠানে প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে   ও প্রবোধ রায় চন্দনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ মনোয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ,ফারহানা আফরিন জিনিয়া, সদস্য জেলা পরিষদ, চট্টগ্রাম, বিশিষ্ট নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ান জী, বাচিক শিল্পী প্রবীর পাল,  প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, ম্যানেজিং ডাইরেক্টর, গৃহায়ন লিঃ, রণবীর ঘোষ টুটুন, চেয়্যারম্যান, ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুবলীগ নেতা শহীদুল ইসলাম পিন্টু, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ সাজ্জাদসহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email