বোয়ালখালীতে সাপ দেখায় ব্যস্ত রেখে হাতিয়ে নিল লক্ষাধিক টাকা

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষাক্ত সাপ দেখায় ব্যস্ত রেখে এক দোকানির ১ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নিল চোরের দল ।

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড়ের ‘মেসার্স ভাণ্ডারী এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে এ ঘটনা ঘটেছে।

ভাণ্ডারী এন্টারপ্রাইজের মালিক নূর আহমদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি দোকান খুলেন। এসময় এক যুবক দোকানের বাইরে রাস্তার পাশে বিষাক্ত সাপ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। আমি সেখানে ছুটে যায়। এরপর আরো দুই যুবক এসে হাসাহাসি করতে থাকে। যুবকরা চলে যাওয়ার পর দোকানে এসে দেখি ক্যাশবাক্সের ড্রয়ার খোলা। ব্যাংকে জমা দেওয়ার জন্য ড্রয়ারে রাখা ১ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

মূলত তিনজনের মিলে সাপের কথা বলে আমাকে ব্যস্ত রেখে অন্য যুবকটি ড্রয়ার খুলে টাকা নিয়ে গেছে। ওই যুবকদের ছবি পাশবর্তী সিসি টিভি ক্যামরায় ধরা পড়েছে। সিসি টিভির ফুটেজে দেখা গেছে, চার যুবক সংঘবদ্ধ ভাবে ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক নূর আহমদ।

এ ব্যপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাপের কথা বলে এক দোকান থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email