বোয়ালখালীতে কৃষকের ৬ একর জমির ধান আগুনে পুড়ে ছাই

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়েছে এক কৃষকের প্রায় ৬ একর জমির ধান। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

গত শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মহাজন বাড়িতে কেটে রাখা পাকা আমন ধানের গাদায় (স্তূপ) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষক প্রিতম দাশ এ ঘটনায় রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রিতম দাশ বলেন, প্রায় ৬ একর জমির ধান কেটে মহাজন বাড়ির পুকুর পাড়ে গাদা করে রাখা ছিল। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আনুমানিক ৯ শ হইতে সাড়ে ৯ শ আড়ি ধান হবে। যার বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়াও খড়ের দাম প্রায় ৩২ হাজার টাকা। জমিগুলো বর্গা নিয়ে চাষ করেছিলাম। চাষে প্রায় ৪ লাখ টাকা খরচ হয়। এর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, আগুনের ঘটনাটি খুবই অমানবিক। ক্ষতিগ্রস্থ কৃষক মৌখিকভাবে জানিয়েছেন। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক জানান, কৃষকের অভিযোগ পেয়েছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তা সনাক্ত করার চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email