বোয়ালখালীপ্রতিনিধিঃ
২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে এ চট্টগ্রামের বোয়ালখালীতে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামে সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূর্য কান্ত শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উল্লাহ।
উপ সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক বাবর মুনাফ, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুপ্রিয়া চৌধুরী ও লক্ষণ কুমার কারণ। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষকদের কল্যাণে উপজেলা কৃষি অফিস সবসময় মাঠে রয়েছে।