বোয়ালখালীতে বাইক উল্টে আহত ২

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে বাইক উল্টে মহিলাসহ দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে বোয়ালখালীর আরকান সড়কে শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন পূর্ব গোমদন্ডী এলাকার মো.শাহজাহানের ছেলে মো.শহীদ (২০) ও পশ্চিম গোমদন্ডী হাজারীর চর গ্রামের প্রীতিমল বড়ুয়া মেয়ে শিল্পী বড়ুয়া (১৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কের শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে দ্রুতগামী একটি মোটর সাইকেল উল্টে যায়। এতে বাইক চালক ও তার পেছনে বসা একটি মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email