স্টাফ রিপোর্টার
বিশেষ দিবস উপলক্ষে কারামুক্তি পেলেন পটিয়ার টিংকু দে।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) বিকালে বান্দরবান জেলা কারাগার হতে মুক্তি দেওয়া হয় তাকে।
টিংকু দে(৩০) চট্টগ্রামের পটিয়া হালিশহর এলাকার বাবলা দে’র ছেলে।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি,জেল সুপার জান্নাত উল ফরহাদ,জেলার মুহাম্মদ জাহেদুল ইসলাম,ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেল সুপার জান্নাত উল ফরহাদ জানান, ২০১৮ সালে মটরসাকেল চুরির অপরাধে ৩ বছর সশ্রম – ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। এরই প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ ডিসেম্বর কারাগারে আসেন টিংকু দে।পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে ১ বছর ৯ মাস ১৭ দিন কারা ভোগের পর আজ ৮ ডিসেম্বর বিকাল ৪ টায় তাকে কারা মুক্তি দেওয়া হয়। এ ছাড়া গত ঈদুল ফিতর উপলক্ষে প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে ৬ মাস কারা ভোগের পর মুক্তি দেওয়া হয়েছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলাপ্রশাসক বলেন,শর্ত পুরন হলে প্রতি বিশেষ বিশেষ দিনে কম অপরাধ মুলক বিভিন্ন কয়েদিকে মুক্তি দেওয়ার জন্য রাস্ট্রপতি দপ্তরে সুপারিশ পাঠানো হয়।ওখান থেকে অনুমোদন পেলে অনুমোদন প্রাপ্তদের কারা মুক্তি দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর উপলক্ষে বান্দরবান জেলা কারাগার হতে ৩ জন কয়েদিকে মুক্তির প্রস্তাব পাঠানো হলে তাদের মধ্য হতে টিংকু দে’কে মুক্তি প্রদানের অনুমতি পাওয়ায় আজ তাকে কারা মুক্তি দেওয়া হল।
সংবাদটির পাঠক সংখ্যা : 188