চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সদ্য প্রয়াত মরহুম জহিরুল ইসলাম বাচার পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
আজ ৯ ডিসেম্বর (শুক্রবার) বিকালে হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের করইল্ল্যামুড়ার এলাকার মরহুম জহিরুল ইসলাম বাচার বাড়িতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি ও বরকল ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,আফনান ইসলাম, চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা আমীর মো সাইফুদ্দীন, মেম্বার ফজলুল করিম আয়ুব, মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দীন, সেলিম রেজা,ইউনুস মিয়া, মোহাম্মদ ওসমান গনি, মরহুম বাচার বড় ভাই আব্দুস সালাম, বদিউল আলম, আশরাফ উদ্দীন রিয়াজ, মোহাম্মদ ফরমান, এস কে সায়েমসহ স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে জহিরুল ইসলাম বাচা চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি চন্দনাইশ উপজেলার ৮ নং উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। মরহুম জহিরুল ইসলাম বাচা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুর পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী মরহুমের পরিবারকে দেখতে গেলে সেখানে ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতি মোতাবেক আজ বিকালে মরহুমের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 214