চন্দনাইশে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম )
“দুর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই শ্লোগানকে ধারণ করে পৃথীবির অন‍্যান‍্য দেশের ন‍্যায় বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস। তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ৯ ডিসেম্বর ) সকালে চন্দনাইশ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পতাকা উত্তোলন , র‍্যালী, মানববন্ধন  এবং আলোচনা সভার  মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আরশাদ উল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, ডা.সজীব দেব নাথ,ফরিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক খালেদ রায়হান, এস আই ইখতিয়ার হোসেন, এনজিও প্রতিনিধি শাহাদাত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক ইয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ  কমরুদ্দীন, জাহেদুল ইসলাম জাহিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, দুর্নীতি দমন করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়,এ কাজ আমাদের সকলের।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email