যারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেস্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে -কর্মী সমাবেশে বিদিশা এরশাদ

মোঃ শহীদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

পার্বত্য বান্দরবানের কোর্ট বিল্ডিং হতে শুরু করে সরকারি অনেক প্রতিষ্ঠান ও বান্দরবান প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ,যদি এই জড় বস্তু কথা বলতে পারতো তাহলে বলতো এমনি আবেগঘন কথা গুলো বলেন জাতীয় পার্টি পূর্ণগঠন পক্রিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।তিনি আরো বলেন জারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেস্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

“জাগো জনতা,জাগো দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ” এ স্লোগানে উদ্ভুদ্ধ হয়ে প্রায় একযুগের বেশি সময় পর পার্বত্য বান্দরবান জেলায়  বাংলাদেশ জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় কর্মি সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘদিন পর জেলায় জাপার এই সম্মেলন সাধারণ জাপা কর্মী সমর্থকদের মাঝে সাংগঠনিক ভাবে উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি করেছে।

সম্মেলন প্রস্তুতি সভা উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ৭ই ডিসেম্বর (বুধবার) বিকেল ৩ টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি পূর্ণগঠন পক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ ও দলীয় নেতৃবৃন্দ শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন,পরে দলীয় সমর্থক ও জাপা নেতৃবৃন্দ এক র‍্যালিতে যোগ দেন।র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বিদিশা এরশাদ  বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর কর্মী সম্মেলনে অংশ নেন।

আয়োজিত অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পূর্ণগঠন পক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পার্টি বান্দরবান জেলা আহ্বায়ক আলহাজ্ব কাজী মোঃ নাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াল কুমার বড়ুয়া,কো-চেয়ারম্যান জাপা, জাপার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ তানভীর ইকবাল,যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান,যুগ্ম মহাসচিব, মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদিক,যুগ্ম মহাসচিব মোঃ জাফর ইকবাল নিরব, জাপা চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড এম এ সালেহ চৌধুরী,দপ্তর সম্পাদক,নাফিজ মাহবুব,চট্টগ্রাম মহানগর আহ্বায়ক,মোঃ মোরশেদ সিদ্দিকী,সদস্য মোঃ মোরশেদুল হক,খাগড়াছড়ি আহ্বায়ক, সার্জেন্ট (অবঃ)নিরাপদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিন আহ্বায়ক,মোঃ মহিউদ্দিন,কক্সবাজার জেলা আহ্বায়ক মোঃ ওমর ফারুক সহ জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ,বিভিন্ন জেলা হতে আগত নেতৃবৃন্দ ও কর্মি সমর্থক বৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email