বৃহস্পতিবার-২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ-১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পটিয়ায় জমে উঠেছে ঈদের বাজার

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় পৌর সদর ও উপজেলার ছোট বড় মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। ব্যস্ত সময় ধরে কেনাকাটা করছেন। সকাল থেকে রাত ১টা পর্যন্ত ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ফলে প্রতিটা মার্কেটে রয়েছে ভিড়।

পৌর সদরের আলম প্লাজা, চৌধুরী মার্কেট, তৈয়বিয়া মার্কেট, আবুল কাশেম মার্কেট, দেলাল মিয়া শপিং, গুলজার সুপার মার্কেট, আর এন মার্কেট, পটিয়া সিটি, পটিয়া নিউমার্কেট, শাহ আমির মার্কেট, রহমান মার্কেট, পটিয়া সুপার মার্কেট, জাকির টাওয়ার, এন জে শপিং কমপ্লেক্স, সবুর মার্কেট, ছমদিয়া সুপার মার্কেট, হাজী শপিং কমপ্লেক্স থেকে পছন্দের শাড়ি, শার্ট, থ্রিপিস কিনতে ক্রেতাদের ভিড়। পছন্দমতো কাপড় কিনছেন তারা।

পটিয়ার মার্কেট গুলোতে রয়েছে দিল্লী স্টাইলের থ্রিপিস, বিভিন্ন স্কার্ট, লেহেঙ্গা, খুশি থ্রিপিস, রং-ফ্রক, বিশালা, থ্রিপিস, কোপি সেট, পাখি ফ্রগ, বাবা সেট, কোকি ফ্রকসহ বিভিন্ন ধরনের জামা। এসব জামা সাজিয়ে রেখেছে পৌর সদরের শাহ আমির মার্কেটের বড় বাজার, রহমান মার্কেটের পলাশ গার্মেন্টস, ফ্যাশন প্লাজা, আইয়ুব ব্রাদার্স, পটিয়া নিউ মার্কেটে বিয়ের বাজার, তৈয়্যবিয়া মার্কেটে নিউ শাড়িকা, স্বপ্ন, ননী সুপার মার্কেটের মনে রেখোর প্যাবিলিয়ন, গুলজার সুপার মার্কেটে আলভি ফ্যাশন, লেডিস ফ্যাশন, ওড়না হাউস।

অন্যদিকে, শাহ তৈয়বীয় মার্কেটের ইখরা ফ্যাশন, ওয়ান মোর, প্যান্ট গ্যালারি, দেলাল মিঞা শপিংমলের ডি-এক্স সেভেন, ওয়ার্ল্ড চয়েস, গুলজার সুপার মার্কেটে টাইটেনিক, শাহ আমির মার্কেটের বড় বাজার, ননী সুপার মার্কেটে আলম পাঞ্জাবী হাউস, নিউ নুর ফ্যাশন, কাশেম মার্কেটের ঢাকা ফ্যাশন, জেন্স কালেকশনসহ বেশ কয়েকটি দোকানে পুরুষের পছন্দের কাপড় মিলছে।

অন্যদিকে, জুতোর জন্য পৌর সদরের ছবুর রোডে ভিআইপি কালেকশন, এলিট, পাদুকা বাজার, রিভার ভিউ, মেমোরি সুজ ছাড়াও শাহ আমির মার্কেটে বিশেষায়িত জুতোর দোকান ‘ডাটা বাজার’ গ্রাহকদের নজর কাড়ছে। এসব মার্কেটের দোকানগুলোতে রাত ১টা পর্যন্ত বিরামহীন গতিতে চলছে বেচা-কেনা।

ব্যবসায়ীরা বলেন, সুন্দর পরিবেশে ঈদ বাজার চলছে। প্রতি বছরের ন্যায় ব্যবসায়ীরা মন ভরে ব্যবসা করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email