বৃহস্পতিবার-২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ-১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কামরাঙ্গা পাড়া ফাতেহায়ে ইয়াজদাহুম ও গরীবে নেওয়াজ (রহঃ) ওরশ শরিফ অনুষ্ঠিত

ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের কামরাঙ্গা পাড়া ছালেহ শাহ বোরহান উদ্দিন জামে মসজিদ মাঠে বারীয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কামরাঙ্গা পাড়া শাখার ব্যবস্হাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও খাজা গরীবে নেওয়াজ (রহঃ) ওরশ শরিফ উপলক্ষে আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল হাটহাজারী মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ কারী মাওলানা মোহাম্মদ ইউনুস মিয়া শফিকী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেহমানে আলা হিসাবে তসরিফ ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীনোমিল্লাত, পীরে মোকাম্মেল মুর্শেদে বরহক, ওস্তাজুল আসাতেজা হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ) বিশেষ মেহমান শফিকীয়া দরবার শরিফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলাম দাখিল মাদ্রাসার সুপার পীরে তরিকত হযরতুলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির হযরতুলহাজ্ব আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আজম নেজামী, উদ্ধোধক ছিলেন শফিকীয়া দরবার শরিফের মেজ শাহাজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশোর চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, বক্তব্য রাখেন কামরাঙ্গা পাড়া ছালেহ শাহ বোরহান উদ্দিন জামে মসজিদের খতিব মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, লেলাং রাঙ্গামাটিয়া আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা সহ-সুপার মাওলানা মীর মুহাম্মদ মহি উদ্দিন ফয়েজী কাউছার , ছালেহ শাহ বোরহান উদ্দিন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইসহাক, বিশিষ্ট ব্যাংকার আনোয়ার হোসেন রনি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রফিকুল আলম,মুহাম্মাদ মফিজুল ইসলাম শফিকী,মুহাম্মদ মোসলেম উদ্দিন,আন্জুমানে বারিয়া আহমদিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা হাবিব আহমদ মুনিরী, যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদম আমান উল্লাহ, বারিয়া শফিকুল যুব কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আল মাসুদ, মাস্টার মুহাম্মদ বেলাল, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী, মাস্টার মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী,সাংবাদিক ছৈয়দ মুহাম্মদ নুরুল আবছার নূরী প্রমুখ।

মেহমানে আলা বলেন পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে গরীবে নেওয়াজ (রহঃ) অবদান অপরিসীম, নবীদের আলোচনা করা ইবাদাত আর অলিদের জীবনী আলোচনা করা গুনাহের কাফফারা হয়।মাহফিলের শেষে মিলাদ কিয়ামের পর দেশ জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email