বৃহস্পতিবার-২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ-১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএসপির নির্বাচনী ইশতেহার ঘোষনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।

৩৭ দফা ইশতিহারে রয়েছে- মৌলিক অধিকার, স্বাস্থ্য ও চিকিৎসা, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতকরণে কার্যকর সংসদ, আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, সাম্প্রদায়িকতা, কালো টাকা, অর্থ পাচার, কালো বাজারী, অবৈধ মজুতদারী নির্মূল, জবাবদিহিতামূলক দক্ষ সেবামুখী প্রশাসন গড়ে তোলা, জনগণের ক্ষমতায়ন ও শক্তিশালী করণ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন বৈষম্য হ্রাস, খাদ্য নিরাপত্তা অর্জন নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধের আলোকে কর্মমুখী যুবসমাজ গড়ে তোলা, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্পোন্নয়ন, শ্রমিক কল্যাণ ও শ্রমনীতি, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ, শিশু যুব ও নারী কল্যাণ, প্রতিবন্ধী, প্রবীণ কল্যাণ, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সংস্কৃতি, ক্রীড়া, ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায়, গণমাধ্যমের স্বাধীনতা ও অবাক তথ্য প্রবাহ, প্রতিরক্ষা,পুলিশ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখন্ড সুরক্ষা, পররাষ্ট্র, এনজিও, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি খাদ্য, পুষ্টি, আবাসন ও পেনশন ব্যবস্থা, শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রবর্তন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email