বারাক ওবামা প্রশাসনের শেষ সময়ে বছর দুয়েক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্লিনকেন ফ্রান্সে পড়াশোনা করেছেন। সঙ্গীত এবং ফুটবলের প্রতি তার আকর্ষণ প্রবল বলে জানিয়েছে গার্ডিয়ান।
দায়িত্ব পাওয়ার পর তাকে প্যারিস জলবায়ু চুক্তি, ইরান পরমাণু চুক্তি ও জাতিসংঘের যেসব সংস্থা থেকে ডনাল্ড ট্রাম্প বেরিয়ে এসেছিলেন সেগুলোতে পুনঃপ্রবেশ এবং বিশ্বজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন ভাবমূর্তি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।
নভেম্বরের নির্বাচনে জয়ী বাইডেন তার নতুন প্রশাসনে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তার জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন।
সূত্র-রয়টার্স
সম্পাদনা-এসপিটি