নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে; ইতালিতে নতুন করে প্রাণ হারিয়েছেন ৪১ জন, যাতে দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ এ।
ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালিতে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ৮৯ থেকে তিন হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।
নভেল করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখভাবে বেড়েছে জার্মানি, যুক্তরাজ্যে ও নেদারল্যান্ডসে। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটিতে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।
বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে নভেল করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। নতুন ৩০ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।
আর নেদারল্যান্ডসে বৃহস্পতিবার নতুন ৪৪ জনের নভেল করোনাভাইরাস ধরা পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে ৮২ জনে দাঁড়িয়েছে।
এদিকে ফ্রান্সে করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।