রাঙ্গামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলার ৫টি ইউনিয়নের কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১২ টায় লংগদু উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নের পিসিসিপি’র ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভা লংগদু জেলা পরিষদের রেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে
অনুষ্ঠানে পিসিসিপি’র লংগদু উপজেলা সভাপতি মোঃ সুমন তালুকদার সভাপতিত্বে ও পিসিসিপি’র লংগদু উপজেলা সহ-সভাপতি রিয়াজ আহম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিসিসিপি’র রাংগামাটি জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পিসিসিপি’র রাংগামাটি জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পিসিসিপি’র রাংগামাটি জেলা প্রচার সম্পাদক ইসমাইল গাজী, পিসিসিপি’র লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ রেজা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাছির, প্রচার সম্পাদক মোঃ জায়েদ বিন খলিল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ৫টি ইউনিয়নের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটি নিম্নরূপ:
মোঃ শরিফুল ইসলাম- সভাপতি, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট মাইনীমুখ ইউনিয়ন আংশিক কমিটি।
মোঃ নাসির সভাপতি, সহিদুর রহমান হৃদয় সাধারণ সম্পাদক ও মোঃ মাহফুজ কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট লংগদু ইউনিয়ন আংশিক কমিটি।
মোঃ রিপন সভাপতি, আল আমিন সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম মাসুদ কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আটারকছড়া ইউনিয়ন আংশিক কমিটি।মোঃ আঃ সামাল শান্ত সভাপতি, জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ আরিফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ভাসান্যা আদম ইউনিয়ন আংশিক কমিটি।মোঃ আব্দুর রহমান সভাপতি, সাজ্জাদ হোসাইন সা’দ সাধারণ সম্পাদক ও আল আমিন বিজয় কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গুলশাখালী ইউনিয়ন আংশিক কমিটি ঘোষণা করা হয়।