রাঙ্গামাটির লংগদুতে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “হলদে পাখি” সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ১টায় উপজেলা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, লংগদু উপজেলার আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গার্লস গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও মাইনীমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রফিকুন্নেছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দীন মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ইসলাম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, উগলছড়ি মহাজন পাড়া সরাসরি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক সহ প্রমূখ।
মতবিনিময় সভার বক্তারা কার্যক্রমকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ছাত্রীদের সার্বিক কল্যাণে গার্লস গাইড ‘হলদে পাখি’ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বারোপ করেন।