নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ই’য়া’বাসহ স্বে’চ্ছাসে’বক লী’গ নে’তা পু’লিশের জা’লে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ আব্দু সালাম (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দু সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোনাইছড়িতে অভিযান চালিয়ে আব্দু সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তাকে বান্দরবান আদালতে পাঠানো হবে।”

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আব্দু সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। গ্রেফতারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email