কর্ণফুলী নদীর দখল ও দূষণরোধে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটের মাঠে চলছে তিনদিন ধরে চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা।
রবিবার (১১ মে) বিকাল ৪ টায় ১৯ তম নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। এ নৌকা প্রতিযোগিতা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলাকে ঘিরে দর্শনার্থীদের ভীড় চোখে পড়ার মতো। এই দিন দুপুর থেকে দূরদূরান্ত হতে নদীর অভয়মিত্র ঘাটে জড়ো হতে থাকেন প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো। অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতার শেষ গন্তব্য ছিল চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটে।
দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে আয়োজকরা।আর এ নৌকা বাইচ দেখতে দু’পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।
সংবাদটির পাঠক সংখ্যা : 28