যুবকরাই পারবে এই দেশে ইসলামী বিপ্লব ঘটাতে;অধ্যক্ষ আমিরুজ্জামান,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে রাঙ্গুনিয়া ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে মাদক বিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

শনিবার ১৯ শে এপ্রিল বিকাল ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্টানে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং জামায়াত মনোনীত চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে যেমন যুবকরা এগিয়ে এসে দেশে একটি সফল অভ্যুত্থান ঘটিয়েছে, মানব সভ্যতার ইতিহাসেও সমাজের প্রত্যেকটি পরিবর্তনে যুব সমাজের ভুমিকা ছিল মূখ্য। সুতরাং যুবকরাই পারবে এই দেশে ইসলামী বিপ্লব ঘটাতে এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী। বক্তব্যে তারা বলেন, জামায়াতে ইসলামী মজলুমদের দল, তাই জামায়াতে ইসলামীতে কোনো জালিমের ঠাঁই নাই। আর জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পেলে এই দেশে জুলুম, অত্যাচার, নিপিড়ন, চাঁদাবাজি, দূর্নীতির কোনো স্থান রাষ্ট্রে হবে না ইন শা আল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি জেনারেল মাস্টার কামাল উদ্দিন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহন আলম বায়তুল মাল সম্পাদক আবু নাফিস, অফিস সম্পাদক মাস্টার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব এসএম মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর আলি, অফিস সম্পাদক কাজী সাদিকুল ইসলাম রিয়াদ সহ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুব নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে হাজারো যুবকের অংশগ্রহণে মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি সম্মেলন স্থল থেকে রাঙ্গুনিয়া উপজেলা সদর চত্তরে গিয়ে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

উল্লেখ্য, র‍্যালিতে মাদক বিরোধী বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনী এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। র‍্যালী শেষে উপজেলা সদর চত্তরে প্রধান অতিথি চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামান যুবকদের উদ্দেশ্যে বলেন, মাদকাসক্ত ও সন্ত্রাসের বিরুদ্ধে ইউনিয়ন ভিত্তিক সচেতনা গড়ে তুলতে হবে। তিনি যুবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,মাদক সরবরাহকারী, সন্ত্রাস এবং চাঁদাবাজদের তালিকা তৈরি করে আমাকে দাও, আমি উপজেলা প্রশাসনকে দিব, প্রয়োজনে আমি দলের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জানবো।যাতে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email