কারাবন্দীদের জন্য প্রথমবারের মতো অ*ন্তর*ঙ্গ সময় কা’টানোর কক্ষ চালু করেছে ইতালি। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কা’রাগা’রে আনুষ্ঠানিকভাবে ‘সে**ক্স রু’ম’ নামে এই কক্ষের যাত্রা শুরু হয়। এদিন এক কা’রাব’ন্দি ও তার না’রী স’ঙ্গীকে দিয়ে এ প্রকল্প চালু করা হয়েছে।
ইতালির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন, কা’রাব’ন্দিদেরও তাদের স’ঙ্গীর সঙ্গে একা’ন্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কা’রাব’ন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।
আমব্রিয়ার কা’রাব’ন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেছেন, “আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গো’প’নী’য়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।” তিনি আরও বলেন, “আমরা বলতে পারি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে।
২০২৪ সালের জানুয়ারিতে ইতালির সাংবি’ধানিক আ’দালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, ব’ন্দি’দের তাদের স্বা’মী/স্ত্রী অথবা স’ঙ্গীদের স’ঙ্গে ব্যক্তিগত সময় কা’টানোর অধিকার থাকা উচিত। আর এ সময় কোনো কা’রার’ক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না।
আদালত ওই সময় আরও জানান, ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে।
গত সপ্তাহে ইতালির বি’চারমন্ত্রী একটি গাইডলাইন প্রকাশ করেন। এতে বলা হয়, বন্দি ও তাদের সঙ্গীদের জন্য তৈরি করা এই বিশেষ কক্ষে একটি খাট এবং টয়লেট থাকতে হবে এবং তারা যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।
গাইডলাইনে আরও বলা হয়, এ রুমের দরজা খোলা রাখতে হবে। যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কা’রার’ক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন।
ইউরোপের মধ্যে ইতালির কা’রাগা’রগুলো অন্য দেশের তুলনায় জনবহুল। বর্তমানে দেশটির সব কা’রাগা’রে ৬২ হাজার ব”ন্দি আছেন। যেটি ধারণ ক্ষ’মতার ২১ শতাংশ বেশি।
সূত্র: রয়টার্স