চন্দনাইশে গরু চোরের উপদ্রব বৃদ্ধি

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরি ঘটনা যেন নিত‍্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। গরুর মালিকরা দিশাহারা হয়ে পড়েছে। জানা যায়, চন্দনাইশে গত ১০ দিনে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাতে চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়াডস্থ চন্দনাইশ ফতে মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকার শামসুল আলম চৌধুরীর গোয়াল ঘর থেকে ১টি লাল রঙের বিদেশী জাতের গাভী চুরি করে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এব্যাপারে চন্দনাইশ থানায় শামসুল ইসলাম চৌধুরী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,গত রাত ২টা হতে ২.৩০ মিনিটের ভিতর শামসুল আলম চৌধুরী’র গোয়াল ঘর থেকে ৩ জন অজ্ঞাতনামা গরু চোর একটি সাদা ও চকলেট কালারের হাইয়েচে করে গরুটি নিয়ে গেলেও ফেলে চলে যায় গাভীর বাছুরটি। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email